Progক্রিয়ার অনলাইন কন্টেস্ট

আহমদ ফাইয়াজ | জানুয়ারী ০৪, ২০১৫

নতুন বছরে Progক্রিয়ার নতুন কন্টেস্ট। মূলত কম্পিটিটিভ প্রোগ্রামিং এ নতুন দেরকে অনুপ্রাণিত করাই এই কনটেস্ট এর উদ্দেশ্য। যদিও এই কনটেস্ট টি সবার জন্য উন্মুক্ত কিন্তু কিছু প্রতিযোগী কে কিছু নিয়ম এর ভিত্তিতে পুরস্কৃত করবে Progক্রিয়া।

পুরস্কার পাওয়ার যোগ্যতা

  • বর্তমানে বাংলাদেশী স্কুল,কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ের ১ম/২য় বর্ষের ছাত্র/ছাত্রী হতে হবে।
  • ইতিমধ্যে IOI এর বাংলাদেশ টিম অথবা জাতীয়/আন্তর্জাতিক পর্যায়ের কোন কনটেস্ট এ প্রথম ১০ টি দলের সদস্য হয়ে থাকলে পুরস্কার এর জন্য মনোনীত হবে না।

পুরস্কার

  • উপরোক্ত নিয়মে অনুসারে প্রথম ৩ জন কে Progক্রিয়ার পক্ষ থেকে টিশার্ট দেয়া হবে।
  • কনটেস্ট এ কমপক্ষে একটি প্রব্লেম সল্ভ যারা করবে তাদের মধ্যে থেকে লটারী এর মাধ্যমে ২ জন টিশার্ট পাবে।

কন্টেস্ট এর সময়সূচী

  • তারিখঃ ২৪শে জানুয়ারি ২০১৫
  • সময়ঃ সন্ধ্যা ৬ টা থেকে
  • ব্যাপ্তিঃ ৪ ঘন্টা

কন্টেস্ট এর কিছু তথ্য

  • কনটেস্ট এর লিঙ্ক পরবর্তীতে জানানো হবে।
  • কনটেস্ট টি ব্যক্তিপর্যায়ের। টিম হিসেবে কনটেস্ট করলে পুরস্কারের জন্য মনোনীত হবে না।
  • কনটেস্ট এর সময়ে প্রব্লেম গুলো তে কিছু টেস্টকেস দিয়ে চেক করা হবে। কন্টেস্ট শেষে আবারো সব সাবমিশন ভিন্ন টেস্ট কেস দিয়ে জাজ করা হবে। ফলে কন্টেস্ট টাইমে Accepted হলেও পরে তা Accepted নাও হতে পারে।
  • কনটেস্ট এর মধ্যে কেউ অসদুপায় অবলম্বন করলে তাকে আজীবন এর জন্য Progক্রিয়ার সকল ইভেন্ট থেকে বহিষ্কার করা হবে। এমন কি প্রয়োজনে Progক্রিয়া জাতীয়/আন্তর্জাতিক পর্যায়ের কনটেস্ট এর জাজ দের কে জানাতে পারে বিষয়টি।
  • Progক্রিয়া এর মেম্বাররা যেই সিদ্ধান্ত নিবে সেটিই চূড়ান্ত বলে গণ্য হবে।

আহমদ ফাইয়াজ

Progক্রিয়া টিম এর সদস্য। বর্তমানে মেটার লন্ডন অফিসে এ সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত।